বাংলার সংবাদ ডেস্ক ।। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে বিভাগে ২ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।
সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া ১৩ জনের ৩ জন পজিটিভ রোগী মারা যান বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলায় একজন করে। এছাড়া ৯ জন মারা যান উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে। উপসর্গ নিয়ে মারা যাওয়া নতুন ৯ নিয়ে এই হাসপাতালে এ পর্যন্ত উপসর্গে মারা যান ৬৬৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৮৯১ জনের মধ্যে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৩৯৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১২৩ জন নিয়ে মোট ৩ হাজার ৩২৯ জন, ভোলা জেলায় নতুন ৬২ জনসহ মোট ২ হাজার ৬৪৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৪০ জনসহ মোট ৩ হাজার ৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২৯২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৯১ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা ৩ হাজার ৪১১। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৭৮।