শূন্যতার সীমানা
–নজরুল মৃধা–
—————————————
পড়ন্ত বিকেলে
উড়ন্ত সকালের প্রত্যাশা
শুধুই শূন্যতার সীমানা বাড়ায়।
স্মৃতির পাঠাগারে
শৈশব, কৈশোর, যৌবন
উদযাপনের তৈলচিত্র কিংবা
জলছবি অথবা জীবন পান্ডুলিপির
ক্ষয়ে যাওয়া স্মৃতি খুঁজে ফিরি
ধুলোমলিন আস্তরণে ঢাকা মনোরাষ্টে ।
মনের সাথে দেহের দ্রোহ
ভারবহনে অপারগতা দেহ তাই,
প্রতিনিয়ত বেঁচে থাকার আশায়
এগিয়ে যাই অচেনা ঘাটের সন্ধানে।