ভুল
এন.এইচ.আশিক
————————
বড়দের সব ভুল
হয়ে যায় ফুল,
ছোটদের ভুল নিয়ে
কী হুলুস্থূল!জেনে শুনে করে নাকি
দোষ-ত্রুটি কেউ!
ছোটদের ভুল পেলে
করে ঘেউ ঘেউ।ছোটদের ভুল-ত্রুটি
স্বাভাবিক হয়,
তাই বলে বকাঝকা
সারাদিনময়?ভুলে করা ভুল কভু
দোষ-ত্রুটি নয়,
নিষ্পাপ শিশুদের
ভুলেই তাই হয়।ছোটদের ভুলচুক
কুড়ে নেয়া নয়,
ভালোবাসা দিয়ে সব
ঠিক করে দিতে হয়।