শংকর চৌধুরী, হাটহাজারী ।। হাটহাজারী’র ভজন কুটির পরিচালনা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী শেলী দে’কে ভজন কুটির পরিচালনা পরিষদের পক্ষে সোমবার সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা সভায় ভজন কুটির পরিচালনা পরিষদ, ব্রজেন্দ্র শিক্ষা-সংস্কৃতি পরিষদ ও ভজন কুটির সংস্কৃত একাডেমির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পরিষদের কর্মকর্তা বাসুদেব শীল, সঞ্জয় দাশ, জুয়েল শীল, সজীব শীল, উজ্জ্বল দাশ, সুৃমন শীল, রাজিব ঘোষ, রণি দে।
সভায় সংবর্ধিত শিল্পী শেলী দে সংগঠনের সদস্যবৃন্দকে এ সন্মাননা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তার বক্তব্যে।