করোনাভাইরাসে দেশে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে শনাক্ত ও মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে।
রবিবার (২২ আগস্ট) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮০৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
এরাআগে শনিবার (২১ আগস্ট) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৩৯৯১ জন।
শুক্রবার (২০ আগস্ট) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৫৯৯৩ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৬৫৬৬ জন।
বুধবার (১৮ আগস্ট) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৭২৪৮ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।