আসাদুল ইসলাম সবুজ ॥ এই প্রথম আসন্ন লালমনিরহাট পৌরসভার নির্বাচনকে ঘিরে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপনের নির্বাচনী প্রচারণায় এবারে নারীদের বিশাল ঢল নেমেছে। সাধারণ ভোটারা রেজাউল করিম স্বপনকে নতুন মুখ হিসেবে হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখছেন।
শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া মাঠ থেকে রেজাউল করিম স্বপনের এবিশাল গণসংযোগটি বাহির হয়ে পৌর শহরের বেশকটি ওয়ার্ডের পাড়া ও মহল্লা প্রদক্ষিণ করে।
সূত্র মতে, লালমনিরহাট পৌরসভার নির্বাচনের ইতিহাসে এই প্রথম বার মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপনের পক্ষে দলমত নির্বিশেষে শতশত নারীর অংশগ্রহনে এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তবে রেজাউল করিম স্বপনের পক্ষে দলমত নির্বিশেষে নারীদের গণসংযোগটি অনেকটাই পৌরবাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
আবার কেউ কেউ বলছেন, পৌরসভা নির্বাচনের ইতিহাসে ইতিপূর্বে কেউ কখনো এত নারীর অংশগ্রহনে গণসংযোগ করতে পারেনি।