বাংলার সংবাদ ডেস্ক ।। করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ৩০৬ জন রোগী।
বুধবার (১৮ আগস্ট) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩০৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন ঢাকার বাইরের এবং বাকি ২৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ৩২৯ জন রোগী।