স্টাফ রিপোর্টার ॥ শাহজামান (৩০), পেশায় একজন অটো ম্যাকার, ৫ সদস্যর সংসার, বাড়ি লালমনিরহাট শহরের বালাটারী এলাকার আক্তার হোসেনের ছেলে। পরিবারটি গত ৪/৫ দিন ধরে চিড়া মুড়ি খেয়ে রোজা রাখছেন।
চলমান লকডাউনে শাহজামালের কাজ/কাম থাকা অভাব অনটনে পড়ে একজন সংবাদকর্মীর সহযোগীতায় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনকে ফোন করায় পরিবারটির কথা জানান।
এ খবর পেয়ে পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
তিনি বুধবার (৫ মে) বিকালে নিজেস্ব অর্থ দিয়ে শাজাজামালকে কিনে দেন চাল, ডাল, আটা, চিনি।
শুধু শাহজামাল নয়, এমন অসংখ্যক পরিবারের পাশে দাড়িয়ে সহযোগিতা করার নজির রয়েছে উপজেলা চেয়ারম্যানের। কামরুজ্জামান সুজন এসব উদ্যোগের কারণে স্থানীয়দের মাঝে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ কিংবা ‘মানবিক চেয়ারম্যান’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
এ বিষয়ে সদর উপজেলা কামরুজ্জামান সুজন বলেন, ‘রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এসব কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।’