মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। কোভিড-১৯ করোনা প্রতিরোধ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জয়া মারীয়া পেরেরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নিয়ামতপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে করোনা মহামারির দ্বিতীয় ডোজ টিকা প্রদানের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল হোসেন জানান, প্রথম দিন উপজেলায় ৬৩ জনকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। মোবাইল ফোনে ম্যাসেজ আসা ছাড়া করোনার টিকা গ্রহনের কোন সুযোগ নেই।
মোবাইল ফোনে ম্যাসেজ আসলে করোনা টিকার কার্ড নিয়ে আসতে হবে। যে তারিখে ম্যাসেজ পাবে, সে দিন অথবা দুই-এক দিন পর টিকা নিতে পারবেন।