“আমার মাস্ক আছে, আপনার মাস্ক কই” এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনার অংশ হিসেবে পূর্ববড়ুয়া তরুণ সংঘের উদ্যোগে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের মুসল্লীদের মাঝে মাস্ক বিতরন করেন।
শুক্রবার (২০ আগস্ট) মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবার মাঝে সচেতনতা বাড়াতে সামাজিক সংগঠন “পূর্ববড়ুয়া তরুণ সংঘ” কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণের একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পেইনে সংগঠনের সভাপতি মোঃ সায়হান সৈকত ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পূর্ববড়ুয়া তরুন সংঘ সংগঠনের সভাপতি মোঃ সায়হান সৈকত ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম বলেন, পুর্ববড়ুয়া তরুণ সংঘ একটি সামাজিক সংগঠন। আর আমরা সামাজিক জীব হিসেবে সমাজের জন্য, আমাদের আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুঁজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবো।