রুবেল চৌধুরী, দিনাজপুর ।। করোনার এ মহাসংকট কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে আজ টিকা কর্মসূচি পালিত হয়েছে।
করোনার এ মহাসংকট কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টার সময় পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে পুরুষ ও মহিলাদের টিকা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছাবেনুর আলম, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন চৌধুরী, ৭নং মোস্তফাপুর ইউনিয়ন যুবলীগ সংগ্রামী সভাপতি মোঃ রাশেদুল হক চৌধুরী, আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এ এস আই আশুতোষ চন্দ্র সরকার, নুর ইসলাম, এ এইচ আই.হালিমা এইচ, গুপেশ, সেচ্ছাসেবক হিসাবে কাজ করেন হারুন উর রশিদ মীম, সাকিল, নয়ন, গ্রাম্য পুলিশ টিম, আনসার পুরুষ মহিলা সদস্য প্রমূখ।
এসময় নুর ইসলাম বলেন, আজকে সকাল ৯ টা থেকে শুরু বিকাল ৩ পযর্ন্ত মোট ৩০০ জনকে টিকা প্রদান করা হবে।