স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বসতবাড়ীর টিনের সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে।
গত ১৫ এপ্রিল বিকালে ইউনিয়নের সরলখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মশিউর রহমান বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেছেন।
এজাহার সুত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে মশিউর রহমানের (৩১) সাথে প্রতিবেশি আইয়ুব আলীর ছেলে রুবেল (২০), মৃত আবুল খাঁ এর ছেলে আইয়ুব আলী (৫২) ও মৃত নুর মোহাম্মদ খাঁ এর ছেলে জাহিদুল ইসলাম (৪২)-এর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।
তবে ওই বিরোধ গত ৭ থেকে ৮মাস হয় এলাকার ব্যক্তিবর্গ বসে আপোষ মিমাংশা করে দেন। কিন্তু প্রতিপক্ষ এজাহার নামীয় লোকজন জোর পূর্বক সীমানা ঠেলে বাড়ির সীমানায় গাছ লাগাতে থাকে। এতে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা মশিউর রহমানের বাড়ির টিনের প্রাচীর ভাংচুর করে।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সীমানা নিয়ে জটিলতা নিজেদের মধ্যে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।