লালমনিহাটের আদিতমারীতে অটো চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম সওদা বেগম(৫৫)।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বরনতার গ্রামে নিহতের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সওদা বেগম ওই এলাকার মুনসুর মৌলভীর স্ত্রী।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার সাথে আচমকা ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানিয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ বিষয়ে আদিতমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) গোফরামুল ইসলাম বলেন, এ সংক্রান্তে থানায় কোন অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।