দ্বিতীয় ধাপের আজ বৃহষ্পতিবার (১১ নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
নির্বাচনে জয় পেতে প্রার্থীরা ভোটারদের দ্বারে গিয়ে ভোট চেয়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। ইতিমধো প্রচার- প্রচারণা শেষ হয়েছে এসব প্রার্থীরা। ভোট গ্রহনে প্রশাসন কঠোর প্রস্তুতি গ্রহণ করেছেন।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৮ হাজার ২৫০ জন ভোটার। এর মধ্যে ৮৯ হাজার ৬২৫ জন পুরুষ ও ৮৮ হাজার ৬২৫ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ৬১টি। উক্ত ৮টি ইউনিয়নে ৩৯ চেয়ারম্যান পদপ্রার্থীর মর্যাদার লড়াইয়ে মাঠে নেমেছেন।
উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১২ জন প্রার্থী। চেয়ারম্যান পদে সালেকুজ্জামান সালেককে পেছনে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আসাদুজ্জামান নান্নু। কাছাকাছি অবস্থানে স্বতন্ত্র প্রার্থী এছরাউল ইসলাম এবং বিদ্রোহী প্রার্থী ফিরোজুর রহমান নান্নু।
২নং ভেলাবাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১৫ জন প্রার্থী।
৩নং কমলাবাড়ী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩৮জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১১ জন প্রার্থী। ইউনিয়নবাসীর অনেকেই বলেছেন চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি মাহমুদ ওমর চিশতী এবং বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলালের মাঝে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
৪নং সারপুকুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১৫জন প্রার্থী।
ভোটাররা বলছেন, চেয়ারম্যান পদে নির্বাচিত কে হবে তা এবার স্পষ্ট করে বলা মুশকিল।
৫নং সাপ্টিবাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১৫ জন।
৬নং ভাদাই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১২ জন।
৭নং পলাশী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন প্রার্থী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৫০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ২৭ জন।
৮নং মহিষখোচা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন প্রার্থী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করছেন ১৮ জন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর বলেন, অবাধ সুষ্ট ও নিরপেক্ষ ইউপি নির্বাচনে ভোট গ্রহনে প্রশাসন কঠোর প্রস্তুতি গ্রহণ করেছেন।