আসাদুল ইসলাম সবুজ ।। এমন একটা দুঃসংবাদের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। খবরটি শোনার পর সত্যিই স্তব্ধ হয়ে গেছি! মৃত্যু ব্যাপারটা এক সময় খুব ভয় পেতাম। তবে অস্বাভাবিক বা অনাকাঙ্খিত কোন মৃত্যুর খবর মনটা খারাপ করে দেয়। অসময়ে কেউ চলে গেলে শুনলে সেটা মেনে নিতে খুব কষ্ট হয়।
যেমন লালমনিরহাটের ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পিপি রোটারিয়ান ময়নুল ইসলাম (৬৫) অসুস্থ্য জনিত কারণে হঠাৎ করে মারা গেল সেটা মেনে নিতে খুব কষ্টই লাগছে। ময়নুল ইসলাম মতো এমন একজন চটপটে, প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবেন, তা সত্যিই ভাবতে পারছি না, আবার অনেক কষ্টও হচ্ছে!
বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ১০মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে লালমনিরহাট ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব পিপি রোটারিয়ান এবং সমাজসেবক ময়নুল ইসলাম অসুস্থ্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লালমনিরহাট থেকে প্রকাশিত নতুন বাংলার সংবাদ পত্রিকা পরিবার মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুন বাংলার সংবাদ পরিবার।
মরহুম ময়নুল ইসলামের পরিবার জানান,
আগামীকাল বৃষ্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২ টায় স্থানীয় কালেক্টরেট মাঠে মরহুম ময়নুল ইসলাম এর জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন করা বলে নিশ্চিত করেছেন।